তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলার স্কুল-কলেজ, মাদরাসা, ক্লাবসহ নানা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল দশটার সময় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, এল জি ই ডি প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক ইকরাম হোসেন, সুপার খান লিয়াকত আলী সহ উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।