খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই গণহত্যা চালানো হয়েছিল। ফলে গণঅভ্যূত্থানে প্রাণভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে সে। তবে বাংলাদেশ ছেড়ে পালানোর পরও নানামুখী ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। তার পোষ্য দোসরদের দ্বারা নানান দাবিতে আন্দোলনের আবরণে ষড়যন্ত্রের বিষাক্ততা ছড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি-দাওয়ার সরকার আখ্যা দিয়ে তিনি আরও বলেন, অতি জরুরি সংস্কার কাজগুলো সেরে জাতীয় নির্বাচন দিন। জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই দেশের সকল সংকট-সমস্যা মোকাবেলায় সক্ষম হবে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তেরখাদা উপজেলা বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নিয়ে একটি ঐক্যবদ্ধ খুলনা জেলা বিএনপি গড়ে তুলতে চাই। খুলনা জেলা ও নয়টি উপজেলা, দু’টি পৌরসভা, ৬৮টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের প্রতিটি ইউনিট হবে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। বিএনপি’র সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সে কারণে ঐক্যবদ্ধ খুলনা জেলা বিএনপি গড়ে তুলতেই হবে।
তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সভাপতিত্বে সদস্য সচিব এফএম হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, চৌধুরী কাওসার আলী, রবিউল ইসলাম রবি, মোল্যা মাহাবুব রহমান, একরাম হোসেন জমাদ্দার, আব্দুল মান্নান সরদার, সাজ্জাদ হোসেন নান্টা, হুমায়ুন মোল্যা, এ্যাড. শহিদুল ইসলাম, শেখ আজিজুর রহমান আজিবর, আবুল কালাম লস্করসহ ছয়টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক। সভার শেষ পর্বে সর্বসম্মতিক্রমে তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
ঊআ-বিএস