তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলা সদর সরকারি নর্থ খুলনা কলেজের সামনে চিত্রা নদীর পানিতে কচুরিপানার মধ্য বাঁশের সাঁকোর পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় উদ্ধারিকৃত লাশটি উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের চরকুশলা এলাকার মৃত মকবুল শরীফ এর ছেলে জিহাদ শরীফ (৬০)।এলাকাবাসী বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকাল পাঁচটার সময় কলেজের সামনে চিত্রা নদীতে কচুরিপানার মধ্য ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আইন-শৃঙ্খলা বাহিনী সেখান থেকে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্বজনদের দেওয়া তথ্য মতে লাশটি জিহাদ শরীফের এবং লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, যে এলাকার বিভিন্ন লোকমুখে শোনা যায় মৃত জিহাদ শরীফ মানসিক ভারসাম্যহীন রোগী এবং সে বিভিন্ন এলাকায় অবস্থান করত।