UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদা থানার ওসি জহুরুল আলম শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ নির্বাচিত

koushikkln
ডিসেম্বর ৪, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: খুলনা জেলার তেরখাদা থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম।
রবিবার (৪ ডিসেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের (নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ) মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি জন নিরাপত্তা বিধান, গ্রেফতারি পরোয়ানা তামিল সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম।
এ সময় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান (বি পি এম) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় মোঃ জহুরুল আলমের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য যে তিনি এর আগেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।