ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর যোগিপোল ইউনিয়নের তেলিগাতী রাজাপুরে এক রাজমিস্ত্রির বসত বাড়িতে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে লুটাপাটের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগি রাজমিস্ত্রীর ছেলে আব্দুর রহমান ৪ জনের নাম উল্লেখ করে আড়ংঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ।
থানার অভিযোগ সুত্রে জানা যায় ভুক্তভোগী অভিযোগ কারীর মা শাহিনা বেগম প্রতিবেশি রুমানা বেগম (৩৮) এর নিকট থেকে ৫ হাজার টাকা সাংসারিক প্রয়োজনে ধার নেয়। ধার হিসাবে নেওয়া টাকা ফেরত দিতে চাইলেও গত ৯ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টার সময় পুরুষ মানুষ কেউ বাড়িতে না থাকায় একই এলাকার রুমানা বেগম (৩৮) মোঃ জিপুল (৪৩) মোঃ তানভির (১৮) ও জিসান একযোগে রাজমিস্ত্রির বসত ঘরে হামলা করে এসময় বাড়িতে থাকা মহিলারা হামলাকারীদের ঠেকাতে গেলে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজার তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে ষ্টীলের বাক্সে থাকা নগদ ২৫ হাজার টাকা, ২ আনা ওজনের স্বর্নের কানের দুল, সহ সাংসারিক মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়া মালামাল ভেঙ্গে বাইরে এলোপাতাড়ি ভাবে ফেলে রাখে , এবং যাওয়ার সময় ও মোবাইল ফোনে ৩ নং বিবাদী তানভির এ বিষয় নিয়ে কোন প্রকার বাড়াবাড়ি বা থানা পুলিশ করলে ভুক্তভোগী মোঃ মোজাফফার শেখ ও তার পুত্র আব্দুর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের প্রাননাশের হুমকি প্রদান করে।
আড়ংঘাটা থানার এস আই আমজাদ হোসেন বলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তির লিখিত অভিযোগ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়েছিলাম , এ বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।