UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দখিনের সময় পত্রিকার সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম

ঊষার আলো
অক্টোবর ৩, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বরিশালে দৈনিক দখিনের সময় নামে একটি স্থানীয় পত্রিকা অফিসে ঢুকে সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে দৃর্বৃত্তরা। শনিবার (২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত পত্রিকার সম্পাদক আলম রায়হানকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপর দুই আহত হলেন, দৈনিক দখিনের সময়’র বরিশাল বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হাফিজ উদ্দিন এবং সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউর রহমান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে হামলাকারীদের সাথে সাংবাদিক আলম রায়হানের বিরোধ চলছে। সাংবাদিক আলম রায়হান ও তার অফিসে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-আরএম)