পলাশ কর্মকার : খুলনা-৬ আসনের সাংসদ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দলকে সুসংগঠিত করতে ঐক্যের কোন বিকল্প নেই, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে। তিনি আরো বলেন, স্বাধীণতা বিরোধীরা যেন ক্ষমতা গ্রাস করতে না পারে সে দিকে আমাদের নেতার্মীদের সজাগ দৃষ্টি দিতে হবে। রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে লতা ইউনিয়ন পরিষদ চত্বরে লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় তিনি উক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গৌতম রায়ের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শাখার সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, স্পেন আ’লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, উপজেলা কৃষকলীগের আহবায়ক সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, লতা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল বৈদ্য ও সম্পাদক ইউপি সদস্য মঙ্গল মন্ডল । লতা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সঞ্জিব মন্ডলের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, বটিয়াঘাটা কমিটির সম্পাদক মিজানুর রহমান মিজান, পাইকগাছার উপজেলা কমিটির সহ-সভাপতি শিবানন্দ রায়, সমরেশ বিশ্বাস, যুবলীগ নেতা ও কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের গপ্ফার খাঁ, মাহাফুজুল হক কিনু, মোঃ জাহাঙ্গীর আলম, উজ্জ্বল মন্ডল, অসিত মন্ডল, মোঃ কামরুজ্জামান, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান মোড়ল, ইউপি সদস্য শওকত হাওলাদার, কুমারেশ মন্ডল, পুলকেশ মন্ডল ইউনুস আলী মোড়ল, যুবলীগ নেতা দীপংকর মন্ডল, ইদ্রিস আলী, মৃগাঙ্ক বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মিন্টু, মোঃ ইমরান হোসেন মোল্লা সহ লতা ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।