UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা মা-ছেলেকে চাপা দিল পিকআপভ্যান

usharalodesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।হঠাৎ একটি পিকআপভ্যান এসে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে।নিয়ন্ত্রণহীন পিকআপভ্যানটি সামনে আরও একটি ভ্যানকে চাপা দিলে গুরুতর আহত হন সেটির চালক।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন ও তাদের সন্তান তরিকুল ইসলাম (৪)। আহত ভ্যানচালক আব্দুল জলিল (৫০) একই এলাকার বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে করুনা খাতুন তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়িগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান মা ও শিশু সন্তান। নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে থাকা আরও একটি ভ্যানকে চাপা দিলে এর চালক আব্দুল জলিল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পিকআপভ্যানটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বদরুল কবির।

ঊষার আলো-এসএ