ঊষার আলো প্রতিবেদক : দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকার বামনডাঙ্গা গ্রামে সৈয়দ সোহেল রানা নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সৈয়দ সোহেল রানার ভগ্নিপতি মোকিদ আলী মীর বলেন, সোহেল শনিবার (২৯ মে) সাড়ে পাঁচটার দিকে পাশের বিলে গিয়েছিল গরু আনতে। এসময় বামনডাঙ্গা এলাকায় কয়েকজন কিশোর-যুবক নিজেদের মধ্যে মারামারি করছিলেন। সোহেল তাদের মারামারি থেকে নিবৃত করতে যায়। এসময় পাশে অবস্থানরত জিল্লাত শেখের ছেলে আবু তাহের, গাউস মোল্লার ছেলে সবুজ, রতন মোল্লার ছেলে গোপাল, রশিদ মোল্লার ছেলে উজ্জল মোল্লা, অলি মোল্লার ছেলে নাহিদ মোল্লা, হবি মোল্লার ছেলে রবি মোল্লা, জলিল মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লা, কাসেম শেকের ছেলে রিয়াজ শেখ ও আজম শেখের ছেলে আজিজ শেখ তাকে বেদম মারপিট করে। এসময় তাদের হাতে থাকা বল্লম দিয়ে সোহেলের নাভির নিচে ও দা দিয়ে পিঠে কোপ মারে। এছাড়াও লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তার ডাক চিৎকারে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার আত্মীয় স্বজনরা তাকে গুরুতর জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় ঠেকাতে গেলে তার চাচাতো ভাই মাহমুদ আলীও আহত হয়।
এ বিষয়ে দিঘলিয়া থানার ওসি আহসানউল্লাহ চৌধূরী বলেন, গাজিরহাট এলাকায় মারামারি হয়েছে। এতে দুজন আহত হয়েছে। তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তাওে পুলিশ অভিযান চালাচ্ছে।