ঊষার আলো ডেস্ক: “দি খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড “এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোস্তাফা কামাল, সদস্য যথাক্রমে শেখ মারুফ-উজ-জামান ও মোঃ আবু সাইদ স্বাক্ষরিত ১৫ টি আচরণ বিধি উল্লেখ করে একটি নোটিশ প্রদান করেন। এর আগে প্রার্থীদের নমিনেশন পত্র প্রদান ও গ্রহণ সম্পন্ন হয়।
উক্ত নির্বাচনে “সাধারণ সম্পাদক” পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রঞ্জন নিকোলাস বৈদ্য। তিনি সমিতির সকল সদস্যদের কাছে আশীর্বাদ প্রার্থনা চেয়েছেন। যাতে তিনি সমিতির সার্বিক উন্নয়নে কাজ করতে পারেন।
ঊআ-বিএস