ঊষার আলো ডেস্ক: আগামী ২৪ শে ফেব্রুয়ারি দি খ্রীস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড খুলনার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সভাপতি পদে হিউবাট সনি রত্ন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, এ নির্বাচন আমার একার নির্বাচন নয়, আমি আপনাদের সন্তান আপনাদেরই প্রতিনিধি। গত তিন বছর আগে আপনারা আমাকে ভোটের মধ্যেমে জয়যুক্ত করেছিলেন। সে জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন- যেন বিগত দিনগুলোর মতো সুখে-দুখে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
অপরদিকে এ নির্বাচনে “সাধারণ সম্পাদক” পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রঞ্জন নিকোলাস বৈদ্য। তিনি সমিতির সকল সদস্যদের কাছে আশীর্বাদ প্রার্থনা চেয়েছেন। যাতে তিনি সমিতির সার্বিক উন্নয়নে কাজ করতে পারেন।
ঊআ-বিএস