UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ প্রতিক্ষার পর পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেন যাত্রা শুরু কাল

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ প্রতিক্ষার পর পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকার রূটে ট্রেনে যাত্রা শুরু হবে কাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর)। ভোড় ৬টায় খুলনা থেকে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জানিয়েছেন।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশি) শাহ সুফি নূর মোহাম্মদ আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় বলেন, আগামীকাল (আজ মঙ্গলবার) খুলনা রেলস্টেশন থেকে ভোর ৬টায় একটি ট্রেন পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এই রুটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঢাকা থেকেই হবে।

জানা গেছে, পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন মাত্র সাড়ে তিন ঘণ্টায় পরীক্ষামূলকভাবে খুলনায় এসেছিল গত ২৪ নভেম্বর। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিয়মিতভাবে খুলনা-ঢাকা রেলপথে এই ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। সেই দীর্ঘ প্রতিক্ষার পর আজ মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) এই যাত্রা শুরু হতে যাচ্ছে।

খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু হয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ওই ট্রেনে থাকা রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী ও মহাপরিচালক সরদার শাহাদাত আলী জানিয়েছিলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন রুটে এই ট্রেন চলাচল শুরু হবে।
খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন রাত ৯টা ৪৫ মিনিটে ১৪টি বগি নিয়ে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। আর নতুন রুটটি হলো– খুলনা থেকে নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, পদ্মবিলা, কাশিয়ানী, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা। এতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার ( ভারপ্রাপ্ত) মো: আশিক আহমেদ বলেন, জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) কাল মঙ্গলবার সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই ট্রেন ঢাকায় কমলাপুর স্টেশন পৌছাবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। আবার রাত ৮টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেবে। সপ্তাহ সোমবার বাদে বাকি দিনগুলো এই রুটে চলাচল করবে বলে তিনি জানান।

ঊ/আ-এইচআর