ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতির কারনে দেশ অর্থনৈতিকভাবে চরম ক্রাইসিসে এসে দাঁড়িয়েছে। সরকার এতদিন ঢোল পেটালো সিঙ্গাপুর, ব্যাংককে ছাড়িয়ে গেছে দেশ, সেই রিজার্ভ এখন কোথায়? হঠাৎ করে নাই হয়ে গেল কেন? শতভাগ বিদ্যুৎ উৎপাদন সত্বেও কেন এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্তে আসতে হলো সরকারকে?
সোমবার (১৮ জুলাই) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৩ বছরের সীমাহীন লুটপাট, দুর্নীতি, দুঃশাসনের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে
পতিত হয়েছে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার, যা দেশের মাত্র ৪ মাসের আমদানি ব্যয়ের সমান। ডলারের বিপরীতে টাকার মান প্রতিদিন কমছে। সরকার কোনও কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। কমে গেছে রেমিট্যান্স
প্রবাহ। ডলারের দাম নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রেমিট্যান্স আয় আরও কমে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। পদ্মা সেতু নিয়ে যেভাবে নাচ-গান-ফুর্তি করা হলো, তেমনি শতভাগ বিদ্যুতের দেশ বলেও হাতিরঝিলে ফানুস উড়ালো। অথচ আজ সরকার বিদ্যুৎ দিতে পারছে না। সরকার অপরিকল্পিতভাবে জনগণের অর্থ ব্যয় করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে ব্যর্থ সরকারকে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে স্বেচ্ছায় বিদায় নেয়ার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।