বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আলটিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো ইশরাক সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ।
মঙ্গলবার ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়। টানা সপ্তম দিনের আন্দোলনে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকেরা উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কাকরাইলে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা যেন যমুনার সামনে যেতে না পারেন সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আদেশ দুপুরে দেওয়ার কথা রয়েছে।
গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছেন। মঙ্গলবার কর্মসূচি পালন শেষে বুধাবার সকাল ১০ টা পর্যন্ত ঢাকা অচলের আলটিমেটাম দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন। বুধবার দুপুরে তার ফেসবুক পেজে এক পোস্টে এ নির্দেশনা দেন।
ঊষার আলো-এসএ