UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি

ঊষার আলো রিপোর্ট
মার্চ ৩০, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে শনিবার রাতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সহসভাপতি শামসুল হুদা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।অব্যাহতি প্রাপ্তরা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ ওরফে মাসুম বিল্লাহ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমান ওরফে আরিফ মড়ল।

স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওই দুই নেতা বিভিন্ন সময় দলীয় প্রভাব বিস্তার করে অনৈতিকভাবে সুবিধা আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তারা সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুর ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। এসব বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শনিবার তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে দলের নেতাকর্মীদেরকে ওই দুই নেতার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দলের সিদ্ধান্ত মোতাবেক তাদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

ঊষার আলো-এসএ