UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দূর্যোগ আবহাওয়ায় সড়ক অবরোধের দুর্ভোগ

koushikkln
ফেব্রুয়ারি ৪, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা বিশ^বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরে ঘটনায় আড়াইঘন্টা খুলনা সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী মোড়ে অবরোধ করে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই ঘটনায় নয়ন হওলাদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) খুলনা-সাতক্ষীরা সড়কে এ ঘটনা ঘটে।

খুলনা বিশ^বিদ্যালয়ের আহত দুই শিক্ষার্থী জানান, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ^বিদ্যালয়ের আইনবিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ সবুজ হোসেন ও ভাষ্কার্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলফাজ মোল্লা মটরসাইকেল যোগে গল্লামারী থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিলেন। এ সময় একদিকে যাওয়া একটি প্রাইভেটকারের চালক ও যাত্রীদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এরপর প্রাইভেট কারের চালক ও স্থানীয় কয়েক যুবকমিলে তাদের মারধর করে। এবং একজনকে জোর করে প্রাইভেটকারে করে ময়লাপোতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে কোনরকমে দৌড়ে পালিয়ে এই দুই ছাত্র বিশ^বিদ্যালয়ের ছাত্রবাসে গিয়ে অন্যছাত্রদের নিয়ে দুপুর ২টা থেকে গল্লামারী মোড়ে সড়ক অবরোধ করে।

বিকাল সাড়ে চারটার দিকে বিশ^বিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ঘটনাস্থলে এসে ছাত্রছাত্রীদের আশ^াস দেন। এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিশ^বিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের বৈঠকের সিদ্ধান্ত জানালে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে। এই ঘটনায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।

অপরদিকে এই ঘটনায় নয়ন হাওলাদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বঙ্গপোসাগরে লঘু চাপের কারণে খুলনায় সকাল থেকে বৃষ্টি চলছে। এই অবস্থায় সড়ক অবরোধে বিপাকে পড়েন সাধারণ মানুষ।