UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী অর্ধ-দিবস হরতাল সফলে বাম জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

koushikkln
আগস্ট ২০, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহণ ভাড়ার কমানোর দাবিতে ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার সারা দেশে অর্ধ-দিবস (৬টা-১২টা) হরতাল সফল করার লক্ষ্যে শনিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জোটের খুলনা জেলা কমিটির সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খানের সভাপতিত্বে ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সহ-সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় সদস্য শফিউর রহমান শফি, সিপিবি খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সিপিবি খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য এড. রুহুল আমিন, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, ইউসিএলবি খুলনা জেলা সদস্য কমরেড আনিসুর রহমান মিঠু, মোস্তফা খালিদ খসরু, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সদস্য আব্দুল করিম, সনজিৎ ম-ল, ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সৌরভ সমাদ্দার প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত এবং নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম, বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা খরচ বৃদ্ধির ফলে জনজীবন আজ দিশেহারা। এরপর বেআইনীভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। তেলের দাম বাড়ানোর সাথে সাথে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে পরিবহন ভাড়া এবং পাল্লা দিয়ে বাড়ছে সমস্ত জিনিসের দাম। সরকারের বহুল কথিত উন্নয়নের গল্পে আর মানুষের পেট ভরছে না। বিশ্ব বাজারে দাম বৃদ্ধি, পাচার ও লোকসানের অজুহাতে তেলের দাম বাড়িয়েছে এটা সত্য নয়, তা প্রতিদিন প্রমাণিত হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার আয় বাড়াবে ২০ হাজার কোটি টাকা, আর জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জনগণের পকেট থেকে বেরিয়ে যাবে ৪০ হাজার কোটি টাকা। ইউরিয়া সার ও ডিজেলের দাম বৃদ্ধিতে ইতোমধ্যে কৃষকদের ফসল উৎপাদন খরচ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। অল্প কিছু দুর্নীতিবাজ ও লুটপাটকারীরা ছাড়া দেশের সকল মানুষ এ পরিস্থিতিতে ভীষণ কষ্টে আছে। তাই সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত প্রতিরোধ করতে আগামী ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধ-দিবস হরতাল সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একই সাথে শোষণ ও মুনাফার স্বার্থরক্ষাকারী সরকার ও ব্যবস্থা বদলানোর সংগ্রাম জোরদার করতে হবে।