UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

ঊষার আলো
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  পারস্পরিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) সামাজিক সম্মিলন (সোশ্যাল গেট টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে এ আয়োজনে শতাধিক ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্য অংশ নেন। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিজনেস নেটওয়ার্কিং অ্যান্ড ডিনার’।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ লোক বিদেশে আছেন। তাদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতির চালিকা শক্তি। দেশের অর্থনৈতিক সম্ভাবনা সমন্বিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স, এবিসিসিআইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক ফাহাদ আর সোলায়মান, বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক এনাম, ব্যবসায়ী নেতা হাসানুজ্জামান, আসেফ বারী, বারী গ্রুপের চেয়ারম্যান মুমমুন হাসিনা বারী, বেলাল চৌধুরী, গোলাম ফারুক ভূঁইয়া প্রমুখ।

গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। এটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দু সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশ এশিয়ার অন্যতম আকর্ষণীয় ব্যবসায়িক গন্তব্য। গত এক দশকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে ৬ শতাংশ অতিক্রম করেছে। যেটি ব্যতিক্রম এবং সম্ভাবনাময়। দেশের যুবসমাজ, যারা তরুণ, উদ্যমী এবং দ্রুতগতিতে বাড়ছে, এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ সম্ভাবনার মূল চালক।

বাংলাদেশের জনসংখ্যার ৬০ শতাংশের বেশি ৩০ বছরের নিচে। এ জনমিতিক বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি এবং তাদের ক্রয়ক্ষমতা বাড়ছে। এর সঙ্গে মিলিয়ে, বাজার বৃদ্ধির এবং বিনিয়োগের বিশাল সম্ভাবনা সৃষ্টি করছে। এই সম্ভাবনা কাজে লাগাতে যুক্তরাষ্ট্র বাণিজ্য মিশন। এই মিশনটি মূলধারার আমেরিকান ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি (এনআরবি) ব্যবসায়ী এবং পেশাদারদের একটি দল নিয়ে গঠিত হবে। যারা বিভিন্ন ব্যবসায়িক খাতকে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ এবং ব্যবসাকে করবে আরও সহজতর।

এ মিশনের লক্ষ্য যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিনের সহযোগিতায় এই মিশন বিদেশি বাণিজ্য এবং বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঊষার আলো-এসএ