UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের কোনো মানুষ ভ্যাকসিন থেকে বাদ যাবে না, সেই পদক্ষেপ নিয়েছি

usharalodesk
জুলাই ১৮, ২০২১ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছিরবিবার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয়/বিভাগসমুহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে কথা বলেন তিনি

শেখ হাসিনা বলেন, ভ্যাকসিন দিতে শুরু করেছি। ভ্যাকসিন আরও আসছে। দেশের সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারে সে জন্য যত দরকার, আমরা তা কিনবো। আর আমরা সেই ভ্যাকসিনটা দেব। আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, করোনার পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, সেদিক দৃষ্টি দিতে হবে

(ঊষার আলো-আরএম)