ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দেশের প্রতিটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করছে। বর্তমান সরকার দেশের সকল সেবা ডিজিটালাইজড করেছে। এখন সবধরনের সেবা অনলাইনে পাওয়া যায়। এতে ভোগান্তি এবং হয়রানি দুটোই কমেছে। সরকার সব সেবা সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছে। যারা এক সময় ডিজিটাল বাংলাদেশ নিয়ে উপহাস ও সমালোচনা করেছিল তারাও এখন ডিজিটাল সেবা ভোগ করছে। এমপি বাবু বলেন তথ্য প্রযুক্তি খাতে অনেক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আয়ের অনেক সুযোগ রয়েছে। তরুন প্রজম্মকে এ সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন তথ্য প্রযুক্তির অপার সম্ভাবনাকে শতভাগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে।
তিনি বুধবার (৯ নভেম্বর) সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি তদন্ত রফিকুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, বি সরকার, আলাউদ্দিন রাজা, পুর্ণচন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম মিথুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মেলায় ২৪টি স্টল স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টল সেরা নির্বাচিত হয়।