দেশের ভৌগোলিক সীমানা অরক্ষিত হয়ে পড়েছে – এড. মনা
দেশে অনির্বাচিত সরকার দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে কার্যত দেশের ভৌগোলিক সীমানা অরক্ষিত হয়ে পড়েছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, ভঙ্গুর ও নতজানু পররাষ্ট্রনীতির কারনে দেশের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। প্রতিদিন সীমান্তে প্রতিবেশী রাষ্ট্র সমূহ বাংলাদেশের জনগণকে লাশ উপহার দিচ্ছে। অথচ ফ্যাসিস্ট সরকার আধিপত্যবাদের তাবেদারী করতে গিয়ে তার কোনো প্রতিবাদ করতে পারছে না। দেশের ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদের দোশর এই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করতে হবে।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সীমান্তে শহীদ বিজিবি জওয়ানদের স্মরনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা মহানগর বিএনপির উদ্যোগে হেরাজ মার্কেটস্থ জামে মসজিদে দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রিয় জন্মভূমি এক গভীর সঙ্কটের মধ্যে রয়েছে। দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে, জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করা হয়েছে। জনগণের সব অধিকার কেড়ে নেওয়ার প্রকল্পের অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না। বারবার বলার পরেও বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়টি সরকার অগ্রাহ্য করছে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা স ম আ. রহমান, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, কে এম হুমায়ূন কবীর, শেখ জাহিদুল ইসলাম, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, শাহিনুল ইসলাম পাখি, শফিকুল ইসলাম শফি, সাইদ হাসান লাভলু, আবু সাইদ, জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজ সুমন, আসাদুজ্জামান আসাদ, ডা. হালিম মোড়ল, এ কে এম জলিল, রবিউল ইসলাম রবি, নাসির উদ্দিন,আবু জাফর, সাইফুল ইসলাম, ইসলাম খলিফা, নুরুল হুদা পলাশ, শিমুল বাবু, শাহিন মল্লিক রাজু, আছাদুজ্জামান রাজু, আল আমিন, ইব্রাহিম খলিল, বাবুল গাজী, খালিদ প্রমূখ।
পরে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও সীমান্তে শহীদ বিজিবি জওয়ানদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।