UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে আওয়ামী স্বৈরাচার : আমিনুল হক

usharalodesk
জানুয়ারি ১৪, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তুপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখার কর্মসূচি দিয়েছেন।

তিনি বলেন, ধ্বংস হওয়া রাষ্ট্র পুনর্গঠনের জন্যই এই ৩১ দফার রূপরেখা কার্যকর করা প্রয়োজন। সেই ৩১ দফার কর্মসূচিগুলো যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলেই বাংলাদেশের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা প্রত্যকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারব।

সোমবার রাজধানীর মিরপুরের আরামবাগ ঈদগাহ মাঠে রূপনগর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে চায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বার বার আহ্বান করেছি- আপনারা দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচন দেন। যেখানে বাংলাদেশের ১৮ কোটি মানুষ গত ১৫ বছর যাবৎ ভোট দিতে পারে নাই।

তিনি আরও বলেন, আমাদের সকলের দরকার একটি নির্বাচিত সরকার। যদি দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হয়, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার, সেটা প্রতিষ্ঠা হবে না। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী রয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা দেশে সংষ্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের দেশের যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা দিন এনে দিন খায়। খেটে খাওয়া এই মানুষগুলো যারা কৃষক, যারা শ্রমিক রয়েছেন। আমরা চাই- সেই খেটে খাওয়া শ্রমিক ও কৃষকেরা যাতে তাদের দৈনন্দিন চাহিদাগুলো পরিপূর্ণভাবে পূরণ করতে পারেন। এটাই হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাওয়া ও স্বপ্ন।

রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হকের সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু প্রমুখ বক্তব্য দেন।

ঊষার আলো-এসএ