UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘দেশে কোনো অকারেন্স ঘটলেই ধর্মপ্রাণ মুসলমানদের দোষারোপ করা হয়’

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের আলোচিত সাবেক সভাপতি ও সংগঠনটির বর্তনাম কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, দেশের জন্য জীবন দেওয়া ধর্মপ্রাণ দেশপ্রেমিকের আত্মদানকে তার ধর্মীয় পরিচয়ে মূল্যায়ন করা হোক কিংবা না হোক, দেশে কোনো অকারেন্স ঘটলেই কীভাবে এই মুসলমান জনগোষ্ঠীকে দোষারোপ করা যায়, কীভাবে ইসলাম আর ইসলামিস্টদের ডিহিউম্যানাইজ করা যায়; সে ব্যাপারে সদাতৎপর ফ্যাসিস্টদের উচ্ছিষ্টভোগী একদল সুশীল-বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা।

ওই পোস্টে তিনি আরও বলেছেন, বাংলাদেশের চাষাভুষা মুসলমান থেকে শুরু করে শহুরে ধর্মপ্রাণ মধ্যবিত্ত- বরাবরই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদি নজরানা, এই আপোষহীন চেতনারই বহিঃপ্রকাশ। অথচ এই ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশিরাই এ দেশে সবচেয়ে বেশি বৈষম্য, অপবাদ আর নির্যাতনের শিকার।

সাদিক কায়েম বলেছেন, আম মুসলমান শাহবাগীয় নান্দনিকতা জানে না, সুশীলতার মুখোশ পরতে জানে না- তাই শাহবাগ ‘ইটসেল্ফ মব’ হয়েও ডানপন্থীদের তাদের থেকে মবের তত্ত্ব শুনতে হয়।

ঊষার আলো-এসএ