UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ৮৫ অনলাইন নিউজ পোর্টাল পেলো নিবন্ধন

usharalodesk
অক্টোবর ১, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে ৮৫টি নিউজ পোর্টালকে নিবন্ধন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগামী ২০ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন শেষ করার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক ২ আদেশে এসব পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দিয়েছে। এগুলোর মধ্যে ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন ও ২৩টি অনলাইন নিউজ পোর্টাল।

৩য় দফায় দেওয়া ৮৫টি নিউজ পোর্টালের মধ্যে নতুন নিবন্ধন পাওয়া পোর্টালের মধ্যে রয়েছে- ইএন.প্রথম আলো, ইপেপার.প্রথম আলো, নিউজ টুডে.কম.বিডি, ইপেপার.ডেইলি স্টার, সংবাদ.কম.বিডি, ইন্ডিপেন্ডেন্ট২৪, খবরপত্র.কম, ডেইলি নওরোজ.কম, আজকের সিলেট.কম, পল্লীনিউজ.কম, এবিসিবার্তা.কম, ঢাকাটুডে.কম।

এর আগে, গত বছরের ২৯ নভেম্বর পর্যন্ত দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ও ৮৫টি অনলাইন পত্রিকার নিবন্ধন দিয়েছে। নিবন্ধনের জন্য প্রায় দুই হাজার অনলাইন পত্রিকার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে তথ্য মন্ত্রণালয়ে।

(ঊষার আলো-আরএম)