UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের স্বাধীনতা দিবসের কর্মসূচি

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ২৬, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

নগরীর দৌলতপুরস্থ ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে বুধবার (২৬ মার্চ ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতৃবৃন্দ বিজয় রেলি বের করে দৌলতপুর উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিয়নমণি থিয়েটারের সা: সম্পাদক শরীফ খান, কলা কেন্দ্রের সা: সম্পাদক এম নুরুল ইসলাম নুরু, উদীচি দৌলতপুর শাখার সভাপতি মাহবুবুর রহমান মোহন, শাপলা কুড়ি খেলাঘর আসরের সা: সম্পাদক মানিক ঠাকুর বাপ্পা, বিথী বিশ্বাস, সঞ্জয়, প্রকৃতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। স্বাধীনতা দিবসের আলোচনায়, বক্তরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস , দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ঊআ-বিএস