UsharAlo logo
বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের বৈশাখীর উদযাপন

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

নগরীর দৌলতপুরস্থ ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ ১৪৩২) উপলক্ষে সোমবার ( ১৪ এপ্রিল ) বিকালে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি দৌলতপুরে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চের পহেলা বৈশাখ উদযাপন কমিটি আহবায়ক এম নুরুল ইসলাম নুরুর সভাপত্বিতে ও সদস্য সচিব মানিক ঠাকুর বাপ্পার সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন মিটন, শরীফ খান, অধ্যাপক সুশান্ত কুমার দেবনাথ, তন্ময় গোস্বামী, মাহাবুবুর রহমান মোহন, প্রভাষক রিপন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শাপলাকুুঁড়ি খেলাঘর আসর, কলাকেন্দ্র, উদীচী, হাতে খড়ি ও বিয়ণমনি থিয়েটারের শিল্পীবৃন্দ সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটি সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপভোগ করেন।

ঊআ-বিএস