UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে জুয়ার বোর্ডে ডিবি’র অভিযানঃ নারায়ণসহ ৪ জুয়াড়ি আটক

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরস্থ ডিসি রোড সংলগ্ন এহি বন্দের মার্কেটের মধ্যে সেমিপাকা রুমের ভেতর হতে এলাকার বহুল আলোচিত নারায়ণের জুয়ার বোর্ড চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে নগর গোয়ান্দা পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ডিবি সদস্যরা জুয়া খেলা চলা অবস্থায় বোর্ডের মালিক নারায়ণসহ ৪ জুয়াড়িকে আটক করে।
একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ দৌলতপুরস্থ মুহসীনমোড় জিলানী ভান্ডার (কাঁচা বাজার) জনৈক শেখ মশিউর রহমানের মের্সাস ইব্রাহিম বাণিজ্য ভান্ডারের ঘরের মধ্যে নারায়ণ জুয়ার বোর্ড চালালে জায়গাটিতে একাধিক বার প্রশাসন অভিযান পরিচালনা করায় জায়গাটি শনাক্ত হওয়ার দরুন নতুন স্থান দৌলতপুরস্থ ডিসি রোড সংলঘ্ন এহি বন্দের মার্কেটের মধ্যে সেমিপাকা রুমের ভেতর বেছে নিয়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করে জুয়ার বোর্ডের এই রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল সংঘবদ্ধ জুয়াড়ীরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সেখানে প্রচুর অর্থের জুয়া খেলা চলছিল। অভিযান হতে নগদ অর্থ, খেলার সরজ্ঞামাদী সহ কয়েকটি মালামাল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)