UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে টিকার ক্যাম্পেইন

koushikkln
আগস্ট ৩০, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষার্থীরা তাদের জন্ম নিবন্ধন কার্ড দাখিল করে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহন করতে পারবে। এই ধারাবাহিকতায় ৩০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ টা হতে বিরতিহীনভাবে নগরীর দৌলতপুরস্থ মুহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বমোট ১৯০ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৮০ জন ও মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ১১০ জন বলে জানিয়েছে দায়িত্বে থাকা কেসিসি’র স্বাস্থ্যকর্মী। টিকাদান ক্যাম্পেইনে পরিদর্শনে আসেন প্রাথমিক শিক্ষা খুলনার বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন, সহকারী থানা শিক্ষা অফিসার নাজমা ইয়াসমিন।

টিকা দিতে আসা একাধিক অভিভাবক জানান, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ইতিমধ্যে প্রাপ্ত বয়স্কদের টিকা আওতায় এনেছে। একই সাথে ১২ বছরের উর্ধ্বে শিক্ষার্থীদের ও টিকার আওতায় এনেছে সরকার। কেবলমাত্র ভ্যাকসিনের আওতায় আনা বাকি ছিল প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা অর্থ্যাৎ ৫ হতে ১১ বছরের বাচ্চাদের। আমরা খুবই শঙ্কায় ছিলাম আমাদের বাচ্চাদের নিয়ে, সরকার খুবই দ্রæত সময়ের মধ্যে ৫ হতে ১১ বছর বয়সী শিশুদের করোনা প্রতিরোধে টিকায় আওতায় আনায় আমাদের শঙ্কা বা দুশ্চিন্তার দূর হয়েছে। বাচ্চাকে নিয়ে এলাম টিকা দেওয়ার জন্য। প্রথম ডোজ টিকা দিয়েছে, দ্বিতীয় ডোজ আগামী ৩০ অক্টোবর এবং বুস্টার দ্বিতীয় ডোজের পরে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। সুশৃঙখল ও শান্তিপূর্ন ভাবে বাচ্চাকে টিকা দিতে পেরে বেশ স্বস্তি বোধ করছেন একাধিক অভিভাবক বলে জানিয়েছেন।
স্বাস্থ্যকর্মী জান্নাত জানান, সকাল ১০ হতে বিরতিহীন ভাবে ১৯০ জন শিক্ষার্থীকে কোডিভ-১৯ এর ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে এবং এর পর সংশ্লিষ্ট নির্দেশনা অনুসারে বুস্টার ডোজ দেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রুমানা ইয়াসমিন জানান, নির্ধারিত নির্দেশনানুসারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিকাদান কার্যক্রম আজ ৩০ আগস্ট (মঙ্গলবার) সকাল হতে দুপুর ৩ টা পর্যন্ত চলে। দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতা ও যতেœর সাথে বাচ্চাদের টিকা দান করেছে। আমার বিদ্যালয়ে সবমোট ১৯০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোখলেছুর রহমান, হৈমন্তি বিশ্বাস, প্রিয়াংকা মন্ডল, রুমকি পারভীন, স্বাস্থ্যকর্মী জান্নাত, তিশা, তাসলিমা, সুমন, পোর্টার মঈনুলসহ অভিভাবকসহ টিকা গ্রহন করতে আসা শিক্ষার্থীবৃন্দ।