UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে মটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

ঊষার আলো প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

নগরীর দৌলতপুর বাজারস্থ তুলাপট্রি সংলগ্নে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে মুদি দোকানের কাজ সেরে বাড়ীতে যাওয়ার পথে মটর সাইকেলের গতির নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় শিকার হয়ে নিহত হয়েছেন আড়ংঘাটা থানাধীন গাইকুড় এলাকার বাসিন্দা মোঃ সোহাগ গাজী (২৬) সে দৌলতপুর মুহসিন মোড়স্থ রেল কলোনীর বাসিন্দা কাওসার গাজীর পুত্র।

সুত্রে জানা গেছে দৌলতপুর বাজারের শ্রমিক কাওসার গাজীর ছোট ছেলে মোঃ সোহাগ গাজী দৌলতপুর বাজারের একটি মুদি দোকানে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় দোকানের কাজ শেষ করে গাইকুড় বাড়ীর উদ্দেশ্যে মটর সাইকেল যোগে রওনা করেন। প্রতিমধ্যে তার মটর সাইকেলেটি স্লিপ করে পড়ে গিয়ে মাথায় রক্তাক্ত জখম হয়। তাৎক্ষনিক ওই দূর্ঘটনার খবর শুনে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাকে জখম পূর্বক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

হাসপাতালে পৌছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গন তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার দুপুরে নিহতের পিতাসহ পরিবারের সদস্যদের নিছক দূর্ঘটনায় মৃত্যু ররণ করায় কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এর নিকট লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে লাশটি বিনা ময়নাতদন্তে হস্তান্তরের নির্দেশ দেন ওসি দৌলতপুর।

এ ব্যাপারে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার মিহির কান্তি মন্ডল জানান, দৌলতপুর বাজার তুলাপট্রি সংলগ্নে মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে জানতে পারি মোঃ সোহাগ গাজী (২৬) নামের এক যুবক মটর সাইকেলে নিয়ন্ত্রন হারিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং তাকে চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। তবে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে জানতে পারি মোঃ সোহাগ গাজী (২৬) নামের এক যুবক মটর সাইকেলে নিয়ন্ত্রন হারিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার দুপুরে নিহতের পিতাসহ পরিবারের সদস্যদের নিছক দূর্ঘটনায় মৃত্যু ররণ করায় কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে লাশটি বিনা ময়নাতদন্তে নিহতের পরিবারের নিকট হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।