UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে শ্লীলতাহানির ঘটনায় মামলা : আটক ১

koushikkln
সেপ্টেম্বর ১, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরস্থ দৌলতখান রোডে ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোরে একই এলাকার খলিলের বাড়ীর ভাড়াটিয়া মোঃ আলামিন (৬৫) কর্তৃক শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন (যাহার নং-২)।

এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোরে মক্তবে আরবি পড়তে যাওয়ার সময় আসামী আলামিন ভিকটিমের মুখ চেপে ধরে তার শয়ন কক্ষে নিয়ে শ্লীলতাহানি (যৌন নিপাড়নের) চেষ্টা করে। অতঃপর ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে আসামী পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ একই এলাকা হতে আসামী আলামিনকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ জানান, বাদীর এজাহারের ভিত্তিতে ঘটনার দিনই এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করে খুলনা মেট্রোপলিটন আদালত আদালতে প্রেরন করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞ আদালতে ভিকটিমের ২২ ধারার জবানবন্দী সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিজ্ঞ আলাদতে ভিকটিমের মা ভিকটিমকে তাদের জিম্মায় নেওয়ার আবেদন করলে আদালত তা মুজ্ঞুর করে তার মায়ের নিকট হস্তান্তর করেন।