ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরস্থ মহেশ্বর পাশার সাহেব পাড়ার মৃতঃ আফজাল শেখের পুত্র মোঃ আনোয়ার শেখ (৬৭) কর্তৃক প্রথম শ্রেণিতে পড়–য়া ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি গত ৩০ জুন (বৃহস্পতিবার) ভোরে ধর্ষকের নিজ শয়ণ কক্ষে। ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ওই লম্পট ধর্ষকের বিরুদ্ধে ১ জুলাই (শুক্রবার) দুপুরে নারী ও শিশু নির্যাতন আইন ৯ (১) ২০০০ সংশোধিত ২০০৩ ধারায় মামলা দায়ের করেন।
এজাহার উল্লেখ্য, ভিকটিমক প্রতিদিনই ভোরে আরবি পড়ার উদ্দেশ্য একই এলাকার স্থানীয় একটি মক্তবে যায়। আনোয়ার নিয়মিত বাচ্চাদের মক্তবে আরবি পড়ার জন্য ডেকে আনার কাজ করে আসছিল। গত ৩০ জুন (বৃহস্পতিবার) মক্তবের পড়া শেষে আম খাওয়ানো প্রলোভন দেখিয়ে ধর্ষকের নিজ বস্তির ঘরে ডেকে নিয়ে যায় ভিকটিমকে। ঘটনার সময় আশপাশের কাউ না থাকায় ধর্ষক ভিকটিমকে বিবস্ত্র করে তার শয়ন কক্ষের ঘাটের উপর ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক ভিকটিমের সাথে ঘটে যাওয়া ঘটনাটি যেন কাউকে না বলে তার জন্য তাকে হুমকি ও ভয়ভীতি দেখায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলিমুজ্জামান জানান, মহেশ্বপাশায় ধর্ষনের ঘটনায় ৩০ জুন (বৃহস্পতিবার) রাতেই ভিকটিমকে মেডিক্যাল লিগ্যাল পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। বাদীর দায়ের করা এজাহারের ভিত্তিতে ইতিমধ্যে এজাহার নামীয় ধর্ষককে আটক পূর্বক ১ জুলাই (শুক্রবার) দুপুুরে আলাদতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, বাদীর করা এজাহারের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করে আলাদতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ৩০ জুন (বৃহস্পতিবার) রাতে ভিকটিমকে মেডিকো লিগ্যাল পরীক্ষার জন্য ওসিসিতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ২২ ধারার জবাবন্দি প্রক্রিয়াধীন।