ঊষার আলো ডেস্ক : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে দৌলতপুর থানা বিএনপি নেতৃবৃন্দ। বিএনপি নেতা মুর্শিদ কামালের সভাপতিত্বে ও শেখ ইমাম হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন আনসার আলী,মতলেবুর রহমান মিতুল,আরব আলী সরদার,কাজী নেহেবুল হাসান নেহিম, খবির উদ্দিন,মিজানুর রহমান মিজান,রোবায়েত হোসেন বাবু, ইন্জিঃ নুর ইসলাম বাচ্চু,মোল্লা সোহেল, এম এম জসিম, মাঈনুল ইসলাম, শেখ মোঃনাজিম,হায়দার আলী লাবু,মাহবুবুর রহমান মোল্লা,বাপ্পি,জাকির হোসেন,হান্নান মোড়ল,আশরাফুল ইসলাম,নারায়ন মৃশ্র,সুমন খান,ছাত্রনেতা রিয়াজ শাহেদ,হেদায়েত উল্লাহ দিপু, মোঃআল আমিন লিটন,মিজানুর রহমান মৃদুল,পারভেজ মিজান, মেহেদী হাসান, রবিউল ইসলাম,এহসানুল হক শিথিল,জুবায়ের হাসান রাফি, রাকিব,আশিক।
সংবর্ধিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহবায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব আলামিন সরদার রতন, ১ম যুগ্ম আহবায়ক এম এম শফি,যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান রনি,মোঃকাওসার হোসেন,বাহারুল ইসলাম, সাজ্জাত হোসেন,শাজাহান বাদশা,বাবুল সরদার,আহাদুল ইসলাম, মানিক সরদার সহ নেতৃবৃন্দ।