ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খানজাহান আলী থানার যোগিপোল গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে মোঃ মোকলেছুর রহমান(২৭)। তাকে দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীর নিকট হতে ৯০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)