UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুর থানায় ঐতিহাসিক ৭ মার্চের আনন্দ উদযাপন

usharalo
মার্চ ৭, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর থানায় রবিবার (০৭ মার্চ) বিকালে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীর আনন্দ উদযাপনের লক্ষে থানার অফিসার্স ইনচার্জ হাসান আল মামুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রজ্ঞন ঘোষ। সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস.এম ফজলুর রহমান, সরকারী বি.এল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, ডিপুটি কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, থানা আ’লীগ সভাপতি, বিজেএ’র চেয়ারম্যান, মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সাঃ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ সৈয়দ আলী, বি.এল কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শংকর কুমার মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) খুলনার শেখ ইমরান, মহানগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, নগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, দৌলতপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ ওহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাস্টার আব্দুস সালাম, ৫নং কাউন্সিলর ও আ’লীগ নেতা শেখ মোহাম্মদ আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, নাগরিক নেতা শাহিন জামাল পণ,। আরো উপস্থিত শেখ ওবায়দুল্লাহ রনো, সাইদুর রহমান বন্দ, আ’লীগ নেতা জাহাঙ্গীর প্রধান, বনিকপাড়া সোসাইটির আহবায়ক নাজমুল হাসান পুলু মুন্সি, আশুতোষ সাধু, বলোরাম দত্ত, হেলাল মুন্সি, জামিরুল ইসলাম বন্দ, বাচ্চু মোড়ল, সুমন দাস। সভায় আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, থানার উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক, পুলিশ সদস্য, এলাকার সামাজিক, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন উপ-পুলিশ পরিদর্শক আলীমুজ্জামান ও মারিয়া খাতুন। সভার সার্বিক দায়িত্বে ছিলেন সেকেন্ড অফিসার এস.আই কামরুজ্জামান। সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।