UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৪নং ওয়ার্ডে যুব মহিলা লীগের কর্মী সভা

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি সেখ সালাহউদ্দিন জুয়েল-কে নির্বাচিত করতে ২৪নং ওয়ার্ডে খুলনা মহানগর যুব মহিলা লীগ নেত্রী রওশন আরা রিমা’র সার্বিক সহযোগিতায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।

১০ ডিসেম্বর রবিবার বিকেল ৪ টায় নগরীর নিরালা সবেদা তলার মোড়ে খুলনা মহানগর যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক রাবেয়া ওয়ালী করবী-এর সভাপতিত্বে ও মহানগর যুব মহিলা লীগ নেত্রী রওশন আরা রিমা’র পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ এন এম মাঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, খুলনা মহানগর যুব মহিলা লীগের সাবেক যুগ্ম-আহবায়ক এড. শিউলী সেরনিয়াবাত। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুব মহিলা লীগ নেত্রী নাজনীন নাহার বিউটি, ২৪নং ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রী ঝুমুর খানম, রুনা ইয়াসমিন, সুমা আক্তার, সাথী আক্তার, মিতু রায়, রতœা, হীরা আক্তার, পপি দত্ত, মঞ্জিলা আক্তার সুমি প্রমুখ।

কর্মী সভায় বক্তারা বলেন খুলনার উন্নয়নে সেখ সালাহউদ্দিন জুয়েলের কোন বিকল্প নেই। খুলনা সহ সারা বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনা-২ আসনে নৌকার মাঝি সেখ সালাহউদ্দিন জুয়েল-কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।