ঊষার আলো ডেস্ক : নড়াইলসহ সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে জনউদ্যোগ, খুলনার আহবানে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ, খুলনার নারী সেলের আহবায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু।
এ সময় বক্তারা বলেন, আইডি হ্যাক করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া আইডি তৈরি করে সাম্প্রদায়িক উষ্কানিমূলক পোস্ট দিয়ে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। যারা এটা করছে তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সব ধরনের নির্যাতন থেকে রক্ষা পেতে সংখ্যালঘুদের ইস্পাতের মতো কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই লড়াই করেছে। স্বাধীনতার ৫০ বছর পার হলেও সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে আমরা কাজ করতে পারছি না। বাংলাদেশে বিশেষত ১৯৭৫-এর পর থেকে রাজনীতিতে একটা সাম্প্রদায়িক দল লালন-পালন হচ্ছে। হামলাকারীদের পেছনে কারা আছে এবং কারা হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি লুট করেছে তা তদন্ত করে বের করা হোক। সরকার যদি জঙ্গি দমন করতে পারে তাহলে এদেরকেও দমন করা সম্ভব।
বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল ফজল, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন, ওয়ার্কার্স পার্টি নেতা মফিদুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি নেতা মনির চৌধুরী সোহেল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা শাহিন জামান পণ, পূজা উদযাপন পরিষদ নেতা প্রশান্ত কুমার কু-ু, রতন কুমার নাথ, শ্যামল দাস, মহারাজ ধ্রুব, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন প্রমুখ।