UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় সহিংসতার প্রতিবাদে তালায় গণ-অবস্থান কর্মসূচী পালিত

usharalodesk
অক্টোবর ২৩, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : কুমিল্লা এবং রংপুরের পীরগঞ্জের সাম্প্রদায়িক সহিংসতা সহ সারা দেশে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে তালায় গণ-অবস্থান সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ তালা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় তালা ডাকবাংলা চত্বরে কর্মসূচীর আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ তালা উপজেলা শাখার সভাপতি সরজিৎ ঘোষ। কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার, অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাস বাপী, পূজা উৎযাপন পরিষদের নেতা নারায়ন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, খলিশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সমীর কুমার দাস, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি সরদার রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, কবি তপন পাল ও শিক্ষক শ্যামল চৌধুরী প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন, ছাত্রলীগ নেতা উত্তম কুমার। সমাবেশে- উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উৎযাপন পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু, মুসলিম নেতৃবৃন্দ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষ অংশগ্রহন করে কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করেন। এছাড়া, সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টিকারী সকল অপরাধিদের শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ। সমাবশে শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

(ঊষার আলো-আরএম)