আজ বুধবার রাত ৯ টায় সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা বাস টার্মিনালের ভিতরে অজ্ঞাতনামা এক ব্যক্তির একটি কাটা পা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে সোনাডাঙ্গা থানার মোবাইল টিম খন্ডিত পা টি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কেএমপির এডিসি ( মিডিয়া) মোহা: আহসান হাবিব এ বিষয়ে বলেন, একটি ডাস্টবিন এর মধ্যে কাটা পা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা কারো পা গ্যাংরি (পচনশীল) হওযার কারনে হাসপাতালে অপারেশন করে কেটে ফেলা হওয়াছে এটাই তারই অংশ। এর আগেও পাওয়া গেছিলো উল্লেখ করে বলেন, তারপরেও এ বিষয়ে খোজ খবর নেওয়া হচ্ছে।
ঊআ-বিএস