UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে কেডিএ’র অভিযান

ঊষার আলো
জুন ১৬, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার অন্তর্গত বানিয়াখামার মৌজাধীন ২৮/ক গোবরচাকা মেইন রোড মিসেস শামীমা সুলতানা ও ৩২ নং নাজিরঘাট মেইন রোড নিউটন কর্তৃক খেলাপীভাবে নির্মিত স্থাপনার বিরুদ্ধে কেডিএ’র নোটিশ প্রাপ্তির পরও আইন অমান্য করায় এবং খেলাপীভাবে নির্মিত অংশ অপসারন না করায় কেডিএ’র নির্বাহী ম্যাজিেেষ্ট্রট কর্তৃক বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় কেডিএ’র অথরাইজড অফিসার, ম্যাজিষ্ট্রেট এবং ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। এ সময় নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগীতা করেন।
(ঊষার আলো-এমএনএস)