খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
নগরীর রেল স্টেশন, বিআইডব্লিউটিএ ঘাট, রূপসা ঘাট, সাত রাস্তার মোড়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বয়রা বাজার, দৌলতপুর বেবী স্ট্যান্ড চত্বর, নতুন রাস্তার মোড়, শিববাড়ী মোড়, নিউমার্কেট, ৭নং ঘাটসহ ফুটপথে রাত্রি যাপনকারী ছিন্নমূল অসহায় মানুষের হাতে তিনি কম্বল তুলে দেন।
কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সচিব বিধান কান্তি হালদার, কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছাত্র প্রতিনিধি মিনহাজুল ইসলাম সম্পদ, জাতীয় নাগরিক কমিটি-খুলনার প্রধান হামিম রাহাত, ছাত্র প্রতিনিধি আয়মান আহাদ, হৃদয় ঘরামী ও বিপিএনআই ছাত্র প্রতিনিধি মো: মিরাজ হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ঊ/আ-এইচআর