UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন

koushikkln
নভেম্বর ২১, ২০২২ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : রাজধানীতে আদালত এলাকা থেকে দ-প্রাপ্ত দুই জঙ্গি নেতা পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। তারা বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে জঙ্গি ও সন্ত্রাসীরা আবার খোলস ছেড়ে বেড়িয়ে আসছে। এখনই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নগরীর বিএমএ মিলনায়তনের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন। খুলনা মহানগর কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে চাল, ডাল, চিনি, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উদ্ধগতির সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। এ অবস্থায় শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

সংগঠনের মহানগর আহ্বায়ক আরিফুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হানিফ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, শ্রমিক নেতা মোজাম্মেল হক খান, সাম্যবাদী দলের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এফ এম ইকবাল, অধ্যাপক রিপন আহম্মেদ, অধ্যাপক আলী আকবর, অধ্যাপক তারক চন্দ্র রায়, পোল্ট্রি ফিশ ফিড মালিক সমিতির এ এম সোহরাব হোসেন, কামাল হোসেন জোয়াদ্দার, মাহবুবুর রহমান সজল, শেখ ফরহাদ হোসেন, নাজিউর রহমান নজরুল, শেখ শফিকুল ইসলাম প্রমুখ। ঘোষণা পত্র পাঠ করেন অধ্যাপক নাহিদ আকরাম।