UsharAlo logo
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ডিবির অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নগরীতে ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ মো: জাকির হোসেন (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। সে সোনাডাঙ্গা আবাসিক এলাকার (২য় ফেইজ) বাসিন্দা মো: মফিজুর রহমানের পুত্র। ১৭ জানুয়ারি ( শুক্রবার) রাত পৌনে ১১টায় তাকে ওই এলাকা থেকে ডিবি পুলিশ আটক করেছেন। কেএমপি’র ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম ওই এলাকার জনৈক জিএম লুৎফুর রহমানের ভাড়াটিয়া জাকির হোসেনের বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।  গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। উক্ত আসামী জাকির) এর বিরুদ্ধে ইতোপূর্বে ২ টি মামলা রয়েছে। তার  বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।

ঊষার আলো-এসএ