UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

ঊষার আলো প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নগরীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছেন। আটকরা হলো গাজী ফাহিম আহমেদ সাগর (২৬), সৈয়দ তৌফিকুজ্জামান ওরফে সৌরভ (২৭) এবং মো: ফরহাদ হোসেন দারা (৪২)। শনিবার (৪ জানুয়ারি) রাতে দৌলতপুর ও খানজাহান আলী থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কেএমপি’র ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১১টায় দৌলতপুর থানাধীন কৃষি কলেজ এলাকায় অভিযান চালিয়ে মৃত গাজী আব্দুর রাজ্জাক লিটুর পুত্র গাজী ফাহিম আহমেদ সাগরের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা এবং মৃত সৈয়দ রবিউল ইসলাম এর পুত্র সৈয়দ তৌফিকুজ্জামান ওরফে সৌরভকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন।

এছাড়া খানজাহানআলী থানাধীন কুয়েট সংলগ্ন এলাকায় ডিবি পুলিশের অভিযানে মৃত সরদার সোলায়মান হোসেনের পুত্র মো: ফরহাদ হোসেন দারাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন এবং ক্রয়-বিক্রয় কাজ করে আসছে। এর মধ্যে গ্রেফতারকৃত সৈয়দ তৌফিকুজ্জামান ওরফে সৌরভের বিরুদ্ধে ইতিমধ্যে দুটি মাদকের মামলা রয়েছে।

ঊ/আ-এইচআর