খুলনার শিরোমনি এলাকায় শুক্রবার ৪শ দরিদ্র মানুষের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শিরমনি এলাকার গ্রেট হসপিটালের সামনে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মো: কামাল হোসেন। এসময় ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খুলনার শিরমনি এলাকার বাসিন্দা ভ্যান চালক আবদুস সোবহান জানান, ইকোর খাবার পেয়ে আমি খুবই আনন্দিত। দরিদ্রদের সহযোগিতা করার মনোভাব যেন ভবিষ্যতে ইকো কর্তৃপক্ষের থাকে। শিরমিন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আবদুস সোবহান জানান, শুক্রবার আমাদের মাদ্রাসায় শতাধিক এতিম শিক্ষার্থীদের মধ্যে ইকোর উদ্যোগে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। ইকোর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, শুক্রবার খুলনার তিনটি মাদ্রসা ও এলাকার দরিদ্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
ঊআ-বিএস