শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে নজির হোসেন ফাউন্ডেশন । সোমবার (১৩ জানুয়ারি) বিকালে সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মুজাহিদের তত্বাবধানে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কাদের খান রোডস্থ কুবা মসজিদের সামনে হাজেরা মেমোরিয়াল স্কুল ইউনিট এ কম্বল বিতরণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শফিকুল ইসলাম খোকন। এসময় উপস্থিত ছিলেন, শেখ জামাল উদ্দিন, মাহাবুবুল আলম বাবু মোড়ল, জাকির ইকবাল বাপ্পি, আব্দুর রহমান, আরিফুল ইসলাম বিপ্লব, ফারুক হোসেন, ডা. শাহীন আহসান, ডা. হালিম মোড়ল, এ জে কুদ্দুস, শেখ সাকির হোসেন, মাহবুবুর রহমান, শেখ সাদী, হুমায়ুন কবির পলাশ, মোঃ মহিবুল্লাহ, ইয়াসির শেখ, বোরহান বিশ্বাস, হেলাল ফরাজী, কামরুল ইসলাম, মীর কাওসার মীজু, কাজী মামুন, রনি, শুভসহ আরও অনেকে।