UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে আহত ৩

ঊষার আলো
মে ২, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর নতুন রাস্তা মোড়স্থ রনি ভিলায় ঢোকার প্রবেশমুখে গত, ৩০ এপ্রিল রাত ১০ টায় খুলনা-যশোর মহাসড়কের উপর এ দূর্ঘটনাটি সংগঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা হতে নতুন রাস্তার অভিমুখে দ্রুতগতিতে আসা একটি সাদা প্রাইভেট কারের পিছনের বামপাশের চাকা পাম্পচার হওয়ার দরুন নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বামপাশে পাকিংয়ে থাকা পেট্রোলিয়ামের ট্রাকের পিছনে ধাক্কা খায়। এ ধাক্কায় প্রাইভেট কারের সামনের অংশ চূর্ন-বিচূর্ন হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেট কারের মধ্যে থাকা ৩ আরোহী মাসুম (২৮), রাসেল (২৭) ও সুমন (৩০) অক্ষত থাকলেও মারাত্বক জখমের শিকার হয়। স্থানীয় লোকেরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রাইভেট কারের মধ্যে থাকা আরোহীদের উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

(ঊষার আলো-আরএম)