ঊষার আলো ডেস্ক : দুর্নীতি-দুঃশাসন রুখে দাঁড়ানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, জ্বালানি তেল-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ও ন্যায্যম‚ল্যের দোকান চালু এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার উদ্যোগে রবিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় পিকচার প্যালেস মোড়ে সমাবেশ ও নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মিছিল কর্মসূচি পালিত হয়।
জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহŸায়ক জনার্দন দত্ত নান্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক, খুলনা জেলা সম্পাদক গাজী নওশের আলী, সিপিবি খুলনা জেলা সম্পাদকমÐলীর সদস্য এইচ এম শাহাদাৎ, মিজানুর রহমান বাবু, বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সদস্য আব্দুল করিম, কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমÐলীর সদস্য মোস্তফা খালিদ খসরু, দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সদস্য এস এম চন্দন, আফজাল হোসেন রাজু, বাসদ খুলনা জেলা সদস্য সনজিত মন্ডল প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, লুটেরা ব্যবসায়ী, টাকা পাচারকারী, ঋণখেলাপী আর হুন্ডি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার ব্যাস্ত। বিপরীতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। ঔষধ ও শিক্ষা উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন নাকাল। বিদ্যুতের দামবৃদ্ধির সমালোচনা করে বক্তারা বলেন, যাদের পরামর্শে অপ্রয়োজনীয় বিদ্যুৎকেন্দ্র তৈরি করে উৎপাদন না করেও তাদের টাকা দিতে হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ভুলনীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা দূর করলে বিদ্যুতের দাম বাড়াতে হবে না, বরং কমানো যাবে।