UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ভেজাল বিরোধী অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

koushikkln
জুলাই ৫, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে মঙ্গলবার (০৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।

টিমটি নগরীর নিরালা, গল্লামারি, শিশু হাসপাতাল রোড এলাকায় তদারকি করে শিশু হাসপাতাল রোডে মূল্য বিহীন ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় হাসপাতাল ফার্মেসীকে ১০ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণ করায় দুলাল হোটেলকে এক হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এছাড়া বেশ কিছু মুদির দোকানে তদারকি মূল্য তালিকা প্রদর্শন করাসহ ক্রয় রশিদ সংরক্ষনের নির্দেশনা দেয়া হয়। অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ এগার হাজার টাকা।