ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০১ কেজি ৬০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত হচ্ছেন, লবণচরার জিরোপয়েন্ট শিকদার তেল পাম্পের পাশে মোঃ নুর ইসলাম মোল্লা(২৫), সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা এলাকার মোসাঃ আবেদা খাতুন(১৯) এবং খানজাহান আলী থানার শিরোমণি পূর্বপাড়া এলাকার ইলিয়াস মোল্লা(৬০)। তাদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)