ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০১ কেজি গাঁজা এবং ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত হচ্ছেন, চৌগাছার ফুলসারা এলাকার মোঃ বাবুল হোসেন(২৮), চৌগাছার পলুয়া দক্ষিণাড়ার মোঃ আকুল হোসেন(৩০), কোতয়ালীর ঘোপ জেল রোড বেলতলার মোঃ সাব্বির উল্লাহ দেওয়ান(৩০) এবং দৌলতপুরের মানিকতলার পিয়াস মাহমুদ নিপু(৩৪)। তাদেরকে খুলনা মহানগরীর খানজাহান আলী ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)